শিশুকে উৎসাহ দিতে বাবা-মা যা করতে পারেন
শিশুরা স্বভাবতই আদর-ভালোবাসায় মেতে থাকতে ভালোবাসে। বিভিন্ন কাজে, বিভিন্ন সময়ে শিশুকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াটাই বাবা-মায়ের কাজ। আর এটিই শিশুকে ভবিষ্যত জীবনে প্রতিটি ক্ষেত্রে অন্যদের চেয়ে অনেকগুণ এগিয়ে রাখতে পারে। বাবা-মায়ের আদর, ভালোবাস, উৎসাহ, সাহস এসব নিয়েই শিশুর সঠিক বেড়ে উঠা নিশ্চিত হতে পারে। কি করে শিশুকে উৎসাহ দেবেন বিভিন্ন কাজে? কি করে সে বুঝবে আপনি তার পাশেই আছেন? চলুন জেনে নেওয়া যাকঃ
- উৎসাহ দেওয়ার সবচেয়ে বড় বিষয় হলো শিশু ভালো কোন কাজ করলে তাকে সেই অনুযায়ী বারবার বলা এবং এমন কাজ আরো করতে তাগিদ দেওয়া। কিংবা ভাল কোন কাজের উপহারস্বরূপ শিশুকে পছন্দের জিনিস উপহারও দিতে পারেন। তবে উপহারের মাত্রা যাতে কখনোই নেতিবাচক দিকে শিশুকে প্রভাবিত না করে সেদিকেও লক্ষ্য রাখুন।
- আপনার সন্তানের সাথে কথা বলুন। বেশি বেশি করে কথা বলুন। ছোটবেলা থেকেই তার চারপাশের বিষয়ে, নিজের বিষয়ে কথা বলুন, আপনার অভিজ্ঞতাও শেয়ার করুন। শিশুর চিন্তাশক্তিকে কোন কোঠরে বেঁধে না রেখে মুক্ত আকাশে উড়তে দিন এবং আপনিও তার সঙ্গী হোন।
- শিশুর ভুল, শিশুর কোন অন্যায় বারবার তাকে মনে করিয়ে না দিয়ে বরং সুন্দরভাবে শিশুএ বোঝান এই ভুলটি কি ধরণের সমস্যা তৈরি করতে পারে বা পারতো।
- শিশু কি করতে পারে, কি করতে পারেন এ বিষয়ে বাবা-মা’র চেয়ে ভালো আর কেউ জানা বা বোঝা সম্ভব নয়। কোন কাজের ক্ষেত্রে আপনার সন্তান কতটা তা চাইছে, সে আগ্রহী কি না সেদিকে নজর দিন।
শিশুর সাথে সবসময় সে যা করতে ইচ্ছুক বা করতে চাইছে তা নিয়ে ভালো উদাহরন, ভালো সব উৎসাহ টেনে আনুন। ফলাফলটা আপনি নিজেই দেখতে পাবেন যখন দেখবেন আপনার সন্তান সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে আপনার উৎসাহে ভর করে।