Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jun 29, 2014 in গর্ভবতী মা, জেনে রাখা ভাল |

সন্তান জন্মদান নিয়ে মায়ের যত চিন্তা

সন্তান জন্মদান নিয়ে মায়ের যত চিন্তা

গর্ভবতী মায়ের চিন্তা-ভাবনা থেকে অনেক ধরনের। সেই সাথে মায়ের মনে কাজ করে নানা রকম ভয়। পরিবারের সকল সদস্যদের উচিত মায়ের বিভিন্ন রকম ভীতি, চিন্তার ব্যাপারে সচেতন থাকা এবং মায়ের সব ভয় দূর করে তার সন্তান জন্মদানের পথ সহজ ও স্বাভাবিক করা। তাই জেনে নেওয়া উচিত কি ধরণের ভয় মায়ের মনে কাজ করে। মায়ের মনে যেসব বিষয়ে ভয় কাজ করে সেগুলো হলোঃ

  • প্রসব ব্যথা উঠলে হাসপাতালে সঠিক সময়ে না পৌছাতে পারার ভয়।
  • জীবনের শঙ্কা হয় এমন কোন জটিলতা দেখা যাওয়া কিংবা ডেলিভারির সময় কোন জটিল অবস্থা ধারণ করা।
  • শিশুর কোন সমস্যা হবার ভয় কিংবা শিশুর স্বাস্থ্যের জটিলতা হওয়া।
  • কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়া যেমন হঠাৎ রক্তের প্রয়োজন হওয়া কিংবা শিশু নির্ধারিত সময়ের পরেও শিশুর জন্ম হতে দেরি হওয়া।
  • প্রসব ব্যাথা উঠা কিন্তু সন্তান জন্মদানের ব্যপারে দেরি হওয়া।
  • শিশুর যত্নের ব্যাপারে অনেক মা’ই জানেন না। তাই তারা ভয়ে থাকেন কি করে শিশুর যত্ন নেবেন এবং শিশুকে সুস্থ রাখবেন।
  • আর একটি ভয় হলো জন্মদানের প্রক্রিয়ার সময় অজানা ডাক্তার ও নার্সের সাথে দেখা হওয়া এবং অস্বস্তি বোধ করা।

মায়ের এসব ভয় শিশুর ও মায়ের দু’জনের স্বাস্থ্যের উপরই বিরূপ প্রভাব ফেলতে পারে তাই পরিবারের সকল সদস্যদের উচিত মায়ের এসব ভয় সম্পর্কে জেনে নেওয়া ও এসব ব্যাপারে তার সাহস জোগানো।