জন্মের পর শিশুর প্রথম খাবার
জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিৎ। শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য মাকে উৎসাহ দিতে হবে। জন্মের সময় শিশুর শরীরে সাধারনত প্রচুর পানি জমা থাকে। ফলে মায়ের স্তনে দুধ না আসা পর্যন্ত শিশু পানি শূন্যতায় ভোগে না। তাই শিশুকে আলাদাভাবে পানি বা গ্লুকোজ পানি দেওয়ার কোন দরকার নাই। বরং এসব দিলে মায়ের দুধ খাওয়াতে অসুবিধা হয়।