ঘুমের মাঝে শিশুর যত সমস্যা…..
শিশুরা সাধারণত দিনের আশি ভাগ সময়েই ঘুমিয়ে কাটায়। আর শিশুর ঘুমানোর সময়টাতে বাবা মাও নিশ্চিন্তে থাকেন। তবে শিশুর সবদিকে যেমন সাবধানতার সাথে লক্ষ্য রাখা প্রয়োজন ঠিক তেমনি ঘুমের দিকটিতেও রাখতে হবে বিশেষ নজর। ঘুমের সময় শিশুর নড়াচড়া, শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে সবকিছুতে এমন কোন ইঙ্গিতও থাকতে পারে যা পরবর্তীতে আপনাকে ভাবিয়ে তুলবে আপনার শিশুকে নিয়ে। শতকরা ১০ ভাগ শিশুর মাঝে এই ঘুমের মাধ্যমে বিভিন্ন সমস্যা উঁকি দিতে পারে। কি ধরণের ঘুমের সমস্যা হলে আপনার শিশুকে নিয়ে একটু আলাদাভাবে ভাবতে হতে তার কিছু উদাহরণ আজ তুলে ধরা হলো আপনাদের সামনেঃ
- শিশু যদি ঘুমের সময় নাক ডাকে আর সেই নাক ডাকার মাত্রা শিশুর বয়সের তুলনায় অস্বাভাবিক হয়।
- শিশুর যদি ঘুমের মাঝে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা যায়।
- ঘুমের পুরোটা সময় যদি নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়।
- ঘুমের মাঝে আপনার সন্তান যদি হঠাৎ কাশি দিয়ে উঠে।
- শিশু যদি ঘুমের সময় খুব বেশি ঘামে।
- শিশু ঘুম থেকে উঠার পর অনেকক্ষন হিতাহিত জ্ঞান না বুঝতে পারলে।
- শিশু হঠাৎ হঠাৎ জেগে উঠলে এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেলে।
- কোন কারণ ছাড়াই শিশু সারাদিন ব্যাপী ঘুমোলে।
এসব লক্ষণগুলো যদি আপনার শিশুর মাঝে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে দেখা যায় তবে বুঝে নেবেন তার কোন সমস্যা হচ্ছে। দেরি না করে এসব সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।