Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jan 13, 2014 in গর্ভধারণ, জেনে রাখা ভাল |

গর্ভসঞ্চার নিশ্চিতকরণ পরীক্ষা

গর্ভসঞ্চার নিশ্চিতকরণ পরীক্ষা

গর্ভসঞ্চারের ষষ্ঠ থেকে ১২ তম সপ্তাহের মধ্যে গর্ভফুল তৈরি হয়। এই গর্ভফুল হিউম্যান-কোরিওনিক-গোনাডোট্রফিন (hCG) বলে গর্ভধারনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একধরনের হরমোন নিঃসরন করে, যা মাসিক বন্ধ হওয়ার পর থেকেই মায়ের প্রসাবে পাওয়া যায়। প্রসাবে খুব সহজেই ওই hCG এর উপস্থিতি পরীক্ষা করে দেখা যেতে পারে। আধুনিক উন্নত প্রযুক্তির পরীক্ষাসামগ্রী  দিয়ে মাসিক বন্ধ হওয়ার সাত দিনের মধ্যেই অর্থাৎ শেষ মাসিকের পর পঞ্চম সপ্তাহেই এভাবে গর্ভসঞ্চার নিশ্চিত করা সম্ভব। আজকাল ওষুধের দোকানগুলোতে খুব সস্তায় প্রসাবে hCG এর উপস্থিতি পরীক্ষা করে গর্ভধারণ নিশ্চিতকরণ সামগ্রী কিনতে পাওয়া যায়। এগুলোকে প্রেগন্যান্সি টেস্ট কিট বলে। যেমন, হোমটেস্ট কিট, ওয়ানস্টপ কিট, ইজি কিট ইত্যাদি। নমুনা প্রসাব নেবেন প্রসাব ধারার মাঝামাঝি থেকে। যদি প্রসাব পরীক্ষার ফল ইতিবাচক হয়, তাহলে নিশ্চিত যে গর্ভসঞ্চার হয়েছে। কিন্তু নেতিবাচক ফল হলে নিশ্চিত করে বলা যাবে না যে গর্ভসঞ্চার হয়নি। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে।