Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Sep 6, 2015 in ছোট্টমনি |

মায়ের বুকের দুধ এবং শিশুর সুষ্ঠু বিকাশ

মায়ের বুকের দুধ এবং শিশুর সুষ্ঠু বিকাশ

শিশুর বিকাশের ক্ষেত্রে তার প্রথম তিন বছর অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ের মাঝেই শিশুর বিভিন্ন বিকাশ সাধিত হয় যা সম্পূর্ণরূপে সাধিত হবার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে মায়ের বুকের দুধ। শিশুর জন্য প্রকৃতিপ্রদত্ত সবচেয়ে বড় উপহার হল এই বুকের দুধ। বিকাশের বিভিন্ন পর্যায়ে মায়ের বুকের দুধ যেসব বড় ভূমিকা পালন করে থাকে সেগুলো হলোঃ

১। অসুস্থতার ক্ষেত্রে এই বয়সী শিশুর সবচেয়ে বড় পথ্য হলো মায়ের বুকের দুধ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব শিশুরা মায়ের দুধ সঠিকভাবে এবং পূর্ণ পরিমাণে পান করতে পারে তারা অন্য শিশুদের তুলনায় কম অসুখে ভুগে থাকে।

২। রোগ প্রতিরোধক উপাদান তৈরিতে মায়ের বুকের দুধের বিকল্প নেই কোন। সব ধরনের পুষ্টিগুন, কোষকলা গঠনে শিশুর প্রথম জীবনে মায়ের বুকের দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩। নিউমোনিয়া, মেনিনজাইটিস সহ শিশু সময়ের বিভিন্ন মারাত্নক রোগের প্রতিরোধক হিসাবে মায়ের বুকের দুধ কাজ করে।

৪। শিশুর ক্রমবর্ধমান বয়সের অধিক আইকিউ সম্পন্ন হবার জন্য ছোট থেকেই মায়ের বুকের দুধ কাজ করতে থাকে।

৫। সবশেষ কথা, মায়ের সাথে সম্পর্ক আরোবেশি দৃঢ় ও মজবুত করতে মায়ের বুকের দুধ এক অভূতপূর্ব ভূমিকা রাখে।