Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Jun 7, 2015 in ছোট্টমনি, ছোট্টমনির প্রথম, জেনে রাখা ভাল |

শিশুর প্রথম বছর এবং অশুভ যেসব লক্ষণ

শিশুর প্রথম বছর এবং অশুভ যেসব লক্ষণ

শিশুর প্রথম বছরেই তার শরীর ও মস্তিষ্ক বিকাশের অনেকখানি দিক ফুটে উঠে। এ সময় অস্বাভাবিক কিছু দেখা গেলে অবশ্যই সাথে সাথে ব্যবস্থা নেওয়া উচিৎ। কারণ এই সময় সঠিক সিদ্ধান্ত আপনার সন্তানের পরবর্তী জীবনের সুস্থ এবং স্বাভাবিক থাকার পাথেয়। তাই এই সময়ের মধ্যে অশুভ কিছু লক্ষণ দেখা দিলে অবশ্যই সাথেসাথে পরামর্শ নিতে হবে। এমন কিছু খারাপ লক্ষণের কথাই জেনে নিন আজঃ

শিশুর এক মাস কিংবা চার সপ্তাহের মাঝে নিন্মোক্ত ঘটনাগুলো দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে খুব দ্রুতঃ

১। বুকের দুধ ভালোভাবে চুষতে না পারা, খুব ধীরগতিতে স্তন্যপান করা।

২। চোখে আলো লিক্ষেপ করা হলেও পাতা না কুঁচকানো।

৩। হাত- পায়ে শক্ত শক্ত ভাব কিংবা নড়াচড়া কম।

৪। খুব নরম হাত-পা।

৫। যেকন শব্দেই প্রতিক্রিয়াহীন থাকা।

এছাড়া এক বছর বয়স পর্যন্ত বিভিন্ন সময়ে যেসব লক্ষণগুলো শিশুর জন্য শুভ নয় সেগুলো হলোঃ

 

  • সবসময় নিশ্চুপ, নিস্তেজ থাকা।
  • এক দিকে বেশিক্ষন স্থির হয়ে তাকিয়ে থাকা।
  • পাঁচ মাস বয়সের পরেও নিজে নিজে না উল্টে যাওয়া।
  • না হাসা।
  • ছয় মাস বয়স পরেও আপনাআপনি না বসতে পারা।
  • আট মাস বুসের পরেও মুখে কোনরকম শব্দ না করা।
  • সাহায্য নিয়েও না দাঁড়াতে পারা।
  • কোনকিছুর ব্যাপারে আগ্রহ না দেখানো।

এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই সাথেসাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহন করতে হবে। এসব অবস্থা মোটেও যাতে অবহেলা না করা হয় সেদিকে নজর দেওয়া বাবা-মায়ের অবশ্য কর্তব্য।