শিশুর প্রথম হাঁটতে শেখাঃ কি করবেন, কি করবেন না
শিশু তার জন্মের পর প্রথম কিছু বছরে বাবা-মা’কে এমন কিছু চমক দেখিয়ে থাক যার সাথে অন্য কোন কিছুরই তুলনা হয়না। এমনই একটি আনন্দ অনুভূতি হলো শিশুর হাঁটতে শেখা। শিশু যখন প্রথম তার ছোট ছোট পায়ে আপনার দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে সবে সেই অনুভুতি হয়তো তখন ভাষায় প্রকাশ করা যাবেনা।
সাধারণত বেশিরভাগ শিশুরাই জন্মের নয় থেকে আঠার মাসের মধ্যে হাঁটতে শেখে। এছাড়া জীনগত বিষয় কিংবা শারীরিক বিশেষত্ব থাকলে তা কিছুদিন আগে কিংবা পরেও হতে পারে। শিশুকে হাঁটতে শেখানোর সময় সবসময় বাবা-মা কিংবা বড় একজনকে তাঁর আশেপাশে থাকতে হবে যাতে করে শিশুর কোনরকম বিপদ বা সমস্যা না হয়। এ বিষয়ে কি করা উচিৎ এবং কি করা উচিৎ নয় তা জেনে নিন আজঃ
যা যা করা উচিতঃ
- শিশুর সামনে কিছুটা দুরুত্বে এমন কিছু রাখুন যাতে তার জিনিসটি পাওয়ার ইচ্ছে হয় এবং সে সেই লক্ষ্যে সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকে।
- লক্ষ্য রাখুন শিশুর চলার পথ যেনো খুব নিরাপদ এবং শিশুর চলার জন্য উপযোগী হয়।
- একটি নির্দিষ্ট হাঁটা শুরু করা এবং হাঁটা শেষ করার পয়েন্ট নির্দিষ্ট রাখুন যাতে করে শিশু তাঁর লক্ষ্যের দিকে চোখ রেখে এগিয়ে যেতে পারে।
- আস্তে আস্তে শিশুর হাটার পরিধি বা জায়গা বাড়ান। একসাথে কখনোই অনেকটা জায়গা শিশুকে হাঁটতে বলবেন না। এতে করে শিশু উৎসাহ হারিয়ে ফেলবে।
যা যা করা উচিৎ নয়ঃ
- শিশুকে নিজের ইচ্ছেমত হাঁটার স্বাধীনতা দিন। তাকে কোন নিয়মের গন্ডিতে কখনোই আবদ্ধ করে রাখাবেন না।
- শিশু যাতে কখনো খালি পায়ে না হাঁটে সেদিকে লক্ষ্য রাখুন। তাতে হয় বিপদজনক কিছু থেকে শিশু আহত হতে পারে কিংবা ঠান্ডা ফ্লোর থেকে শিশুর ঠান্ডা লেগে যেতে পারে।