যদি মচ্কে যায় শিশুর হাড়
খেলার সময় হঠাৎ পড়ে গিয়ে বিভিন্ন রকম আঘাতে দেহের বিভিন্ন জোড়া (সন্ধি) মচ্কে যেতে পারে। মচ্কে গেছে, হাড় ভেঙ্গেছে নাকি জোড়া স্থানচ্যুতি হয়েছে তা অনেক ক্ষেত্রে সহজে বোঝা যায় না। অনেক সময় এগুলো নির্ণয় করতে এক্সরে করার প্রয়োজন হয়। তবে মচ্কানো তেমন একটা গুরুতর আঘাত না হলেও অনেক সময় হাড় ভাঙ্গার চেয়েও জটিল হতে পারে।
কখনও হাড় মচ্কে গেলে যা করবেনঃ
(১) মচ্কে যাওয়া অংশ পরিষ্কার তোয়ালে, গামছা, গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে রাখুন। অঙ্গটি সেভাবে রেখে দিন যেভাবে রাখলে রোগীর আরাম অনুভূত হয়। আঘাত প্রাপ্ত অংশ সামান্য উঁচু করে রাখলে ব্যাথা উপশম হয়।
(২) সাধারণত আঘাতের স্থান ফুলে উঠে এবং ব্যাথা অনুভুত হয়। তাই ফুলা যাতে কম হয় এবং ব্যাথা কম থাকে সেজন্য বরফ বা ঠান্ডা পানিতে নেকড়া ভিজিয়ে পট্টি লাগিয়ে রাখা উচিৎ।
(৩) এক দিন পর গরম পানির মধ্যে মচ্কে যাওয়া অংশ ডুবিয়ে রাখলে অথবা বার বার গরম সেঁক দিলে ফুলা কমতে থাকে।
(৪) যদি অনেক ব্যাথা হয়, তাহলে প্যারাসিটামল ট্যাবলেট মাত্রা অনুযায়ী খেতে দিবেন। তবে মনে রাখতে হবে, এ ধরনের আঘাতে ম্যাসেজ বা মালিশ করা একদম উচিৎ নয়।