Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Apr 29, 2015 in ছোট্টমনি, জেনে রাখা ভাল |

শিশু পালনের প্রয়োজনীয় অনুষঙ্গগুলো

শিশু পালনের প্রয়োজনীয় অনুষঙ্গগুলো

শিশুর জন্মের পর থেকে শিশুর কাঁথা, জামা-কাপড়, ডায়াপারসহ বিভিন্ন অনুসঙ্গে আপনার ঘর ভরে আছে, তাইনা? আপনি না, সব বাবা-মায়ের ক্ষেত্রেই এমন অবস্থা দেখা যায়। তবু অনেককিছু থাকে যা হাতের কাছে শিশুর জন্মের পর প্রয়োজনীয় সময়ে খুঁজে পাওয়া যায়না সহজে। কিছু ছোটখাট অনুষঙ্গ নিয়ে আজকের হাঁটিহাঁটিপা’র আয়োজনঃ

  • শিশুর শোয়ার জায়গা কিংবা দোলনার পাশেই ছোট কোন তাকে শিশুর ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো যেমন জুতা-মোজা, লোশন, বেবি পাউডার, বাবি উয়াইপস এসব কিছু রাখুন যাতে করে প্রয়োজনের সময় খুব দ্রুত খুঁজে পাওয়া যায়।
  • শিশুরা অন্ধকারে রাতে বেলা ভয় পেতে পারে। তাই সবসময় ঘরে ডিম লাইট কিংবা নাইট লাইট জালিয়ে রাখতে পারেন। এটি আপনার সন্তানের ভো দূর করার পাশাপাশি রাতে শিশুকে খাওয়ানো, যত্ন নেওয়া এসবকিছুতেও সহায়তা করবে।
  • শিশুর ছোটবেলা কিংবা জন্মের পরের সময়টা আপনার মনে চিরকালই অম্লান থাকবে, এই সময়টা যাতে সবসময়ের জন্যই ফ্রেমে বন্দী করে রাখতে পারেন তাই ক্যামেরা সাথে রাখতে ভুলবেন না। ভবিষ্যত জীবনে এটি আপনার জীবনের অন্যতম সময়কে মনে করিয়ে দিতে সাহায্য করবে।
  • অপান বক্স কিংবা ঢাকনা ছাড়া বক্সগুলো আপনার সন্তান এবং আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে ব্যবহার করুন যাতে হাতের কাছেই কাজের সময় পেতে পারেন।
  • শিশুকে সবসময় ঘরের সঠিক তাপমাত্রায় রাখতে হবে যাতে করে অতিরিক্ত ঠান্ডা বা গরমে শিশুর সমস্যা না হয়। এক্ষেত্রে ইলেক্ট্রিক ফ্যান কিংবা হিটার আপনার সন্তানের জন্য ভালো হবে।
  • বাউন্সার সিট কিংবা দোলনা শিশুর জন্য প্রয়োজনীয়।

সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করিয়ে দিচ্ছি। তা হলো শিশুর জন্মের নিবন্ধন করানো। সব আনন্দের মাঝে এই কাজটি করতে ভুলে গেলে চলবে না। এটিই শিশুর জন্মের সবচেয়ে বড় দালিলিক প্রমান।