Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Mar 8, 2015 in ছোট্টমনি |

শিশুকে বোতল বা ফিডারের সাথে পরিচয় করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু টিপস

শিশুকে বোতল বা ফিডারের সাথে পরিচয় করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু টিপস

ছয় মাস শিশুর জন্য সবচেয়ে আদর্শ খাবার হলো মায়ের বুকের দুধ। এরপর থেকে বিভিন্ন রকমের খাবারে শিশুকে অভ্যস্ত করে তুলতে হয়। এইসময় বেশিরভাগ খাবারইতো তরল থাকে এবং ফিডারে খাওয়াতে হয়। কিন্তু ছয় মাস ধরে শিশু মায়ের বুকের দুধ খাওয়াতে অভ্যস্ত থাকে বলে অনেক মায়েদেরই শিশুদের ফিডার বা বোতলে খাওয়াতে অভ্যস্ত  করতে কষ্ট হয়। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন আজঃ

১। প্রথমে খুব অল্প পরিমাণ খাবার দিয়ে শিশুকে বোতলে খাওয়ানো শুরু করুন। একটু একটু করে পরিমাণ বাড়াতে থাকুন।

২। যে ফিডারে শিশুকে খাওয়াচ্ছেন তার নিপল যাতে ছোট ছিদ্রযুক্ত হয় সেদিকে খেয়াল রাখুন। এতে করে একেবারে অনেকটা খাবার শিশুর মুখে পরে যেতে পারবেনা এবং শিশু ধীরে ধীরে খেতে পারবে।

৩। অন্য কোন খাবার দেওয়ার আগে কিছুটা মায়ের বুকের দুধ বোতলে করে শিশুকে খাওয়ান। এতে করে শিশু  নাক সিটকানো ভাব না করার সম্ভাবনাই বেশি।

৪। শিশুকে ফিডারের নিপল দিয়ে নিজের মতো করে চুষতে, খেলা করতে দিন। নিপলের সাথে শিশুকে পরিচয় করিয়ে দিতে হলে এটি অনেকক্ষেত্রেই সহায়ক হিসেবে কাজ করে।

৫। শিশু যেভাবে মায়ের বুকের দুধ খেয়ে অভ্যস্ত ঠিক সেই অবস্থান থেকে ফিডার খেতে স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারে। তাই অবস্থান পরিবর্তন করে শিশুর খাবারের বিষয়টি যাচাই করতে পারেন।

৬। শিশুর খাবারের বিষয়টি অনেক সময় বাবা-মা ধরতে পারেনা। তাই শিশুকে  বিভিন্ন রকমের তাপমাত্রায় খাবার দিয়ে চেষ্টা করতে পারেন এবং শিশুর জন্য উপযোগী তাপমাত্রা বেছে নিতে পারেন এভাবেই।

এভাবেই শিশুকে বোতল বা ফিডারের খাবার অভ্যস্ত করে তুলতে পারেন। এরপরেও কোন সমস্যা দেখা দিলে পুষ্টিবিদের সহযোগীতা নেওয়াটাই ভালো হবে।