গর্ভাবস্থায় টকসিমিয়া
গর্ভাবস্থার শুরুর দিকে সামান্য পা ফোলা একটা সাধারন উপসর্গ। কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে পা ফোলা, রক্তচাপ বৃদ্ধি এবং প্রসাবে অতিরিক্ত অ্যালবুমিন নির্গত হওয়া গুরুতর রোগের লক্ষণ। একে বলা হয় গর্ভাবস্থায় টকসিমিয়া। যথাসময়ে রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা না হলে গর্ভবতী মায়ের রক্তচাপ অত্যন্ত বৃদ্ধি পায় এবং খিঁচুনি হয়। এ অবস্থায় রোগীর মৃত্যুর হার খুবই বেশি। তাই যথাসময়ে সঠিক চিকিৎসা একান্ত জরুরি এবং গর্ভাবস্থায় এ রোগ যাতে না হয় সেজন্য যা করণীয় তা হলোঃ
(১) গর্ভবতী মায়ের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা।
(২) নিয়মিত প্রসাবে অ্যালবুমিন পরীক্ষা করা।
(৩) রক্তচাপ বৃদ্ধির সূচনা হলে চিকিৎসকের পরামর্শ নেয়া এবং উপযুক্ত বিশ্রামে থাকা।
(৪) খাবারের সঙ্গে আলাদা লবণ না খাওয়া।
(৫) কোষ্টকাঠিন্য দূর করা।
(৬) গুরুপাক বা ভাজা খাবার কম খাওয়া।
(৭) চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষুধ নিয়মিত সেবন করা।
এসব সাধারন নিয়মাবলি পালন করা সত্ত্বেও রক্তচাপ যদি না কমে, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকাই শ্রেয়।