টিকা দেয়ার পর শিশুর কি কি অসুবিধা হতে পারে?
টিকা দেয়ার পর শিশু কাঁদতে পারে, তার সামান্য জ্বর হতে পারে, শরীরে কালচে দানা দেখা দিতে পারে অথবা গিরায় সাময়িক ব্যথা হতে পারে। বি সি জি টিকার স্থানে ২-৩ সপ্তাহ পর সামান্য ঘা হতে পারে। এম এম আর টিকা দেবার ৫ থেকে ১২ দিন পর জ্বর, ত্বকে লালচে ভাব (র্যাশ) দেখা দিতে পারে, ৩ সপ্তাহ পর মুখমন্ডলের কিছু গ্রন্থিতে (গ্ল্যান্ড) ফোলা দেখা যেতে পারে। জ্বরের জন্য প্যারাসিটামল সিরাপ ব্যতীত অন্য কোন চিকিৎসার প্রয়োজন নেই। তবে জ্বর যদি বেশি হয় বা তিন দিনের বেশি স্থায়ী হয়, টিকার জায়গা ফুলে লাল বর্ণ হয় বা শিশুর অস্থিরতা দেখা দেয়, তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে।