Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

আমাদের কথা

শিশুরা জাতির তথা আমাদের ভবিষ্যত। আর আমরা সবাই চাই নিজেদের ভবিষ্যত সুরক্ষিত রাখতে। তাই জন্মের পর থেকে একটি শিশুর বেড়ে উঠার প্রতিটি ধাপে আমাদের প্রয়োজন তার দিকে খেয়াল রাখা। কখনো শিশুর স্বাস্থ্য, কখনো শিশুর খেলনা আবার কখনো বা শিশুর পড়ালেখা। এইসব কিছুরই আছে কিছু বিজ্ঞানসম্মত উপায়। আমরা হয়তো এসবের অনেক কিছুই জানি না। কিন্তু জানতে হবে আমাদেরই ভবিষ্যতকে সুন্দরভাবে গুছাবার জন্যে।

শুধু কি তাই? একজন নারী যখন প্রথম মা হতে যান তখন কিন্তু অনেক কিছুই থাকে তাঁর অজানা, যা কিনা পরবর্তীতে তাঁর অনাগত সন্তানের উপর প্রভাব ফেলতে পারে। দাম্পত্য জীবনের কোন সময়ে সন্তান নিবেন একজন নারী, গর্ভাবস্থায় কি কি করবেন আর কি কি করবেন না, কোন সময়ে কোন চিকিৎসককে দেখাবেন এসব কিছুই খুবই গুরুত্তপূর্ন একজন মা এবং তার সন্তানের জন্য।

যা বলা হল তার সবকিছু এবং আরও অ-নে-ক কিছু নিয়ে একরকম সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা একদল উদ্দ্যমী প্রকৌশলী, চিকিৎসক, ইন্টারনেট গবেষক আর সমাজকর্মী একসাথে হয়ে শুরু করছি বাংলা ভাষায় সর্ববৃহৎ মা ও শিশু বিষয়ক পোর্টাল www.hatihatipa.com. আমাদের এই পথ চলাতে সকলের সুচিন্তিত পরামর্শ কামনা করছি।

আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি।

সবাইকে ধন্যবাদ।

hatihatipa_logo_02_FB