মায়ের গর্ভে যেসব কাজ করে শিশুরা
গর্ভস্থ সন্তান কি করছে, কেমন করে নিঃশ্বাস নিচ্ছে কিংবা খাচ্ছে এসব নিয়ে মায়ের আগ্রহের কমতি থাকেনা। আল্ট্রাসনোগ্রামের আবছা আলোয় যখন শিশুকে দেখা যায় তখন একমাত্র মা’ই জানেন তাঁর মনে কি ধরণের অনুভূতি কাজ করে। আজ এমন মজার সব কাজ নিয়ে কথা বলছি যা সে স্বাভাবিকভাবেই মায়ের গর্ভে থেকে করতে পারে। এমন সব কাজ সম্পর্কে জেনে নিন আজঃ
- শিশু খাবারের স্বাদ গ্রহণ করা শেখে কিন্তু মায়ের গর্ভে থেকেই। বিভিন্ন স্বাদের খাবার বিশেষ করে রসুন, আদা, মিশটি জাতীয় খাবারের ফ্লেভারগুলো শিশু ধীরে ধীরে বুঝতে শেখে এবং এই এই প্রক্রিয়া শিশুর গর্ভকালীন ১৫ সপ্তাহ বয়স থেকেই শুরু হয়।
- শিশু যখন মায়ের গর্ভে ২৮ সপ্তাহ পার করে তখন থেকেই ধীরে ধীরে চোখ মেলে দেখতে শুরু করে। কিন্তু তার মানে এই নয় যে শিশুরা সব শুরু থেকেই দেখতে পারে। এই সময় শিশুর মধ্যে আলোর প্রতিফলন, আলোর নির্দেশনা এসব বিষয় প্রত্যক্ষ করা যায়।
- আম্বিলিকাল কর্ড এর মাধ্যমে শিশুরা গর্ভে থাকাকালীন সময়ে তার প্রয়োজনীয় নিঃশ্বাস-প্রশ্বাস নিয়ে থাকে। এই সময় শিশু নিঃশ্বাস নেওয়া, পরিবেশের সাথে তাল মিলিয়ে চলার কাজগুলো শিখে নেয়।
- মাতৃত্বের প্রথম ২৬ সপ্তাহের মাঝে শিশুর কিছুটা হাসিমুখ আপনি দেখতে পারেন আল্ট্রাসনোগ্রামের পর্দায়। এটা মায়ের জন্য বেশ চমকপ্রদ একটি বিষয়।
- হেঁচকি কিংবা ঢেঁকুর তোলা শিশু গর্ভে থাকা অবস্থাতেই শুরু করে। প্রথম ট্রাইমিস্টারে থাকা অবস্থাতেই এটি শুরু হতে পারে যদিও অনে মা’ই তা অনুভব করেন না।
- সবশেষে চমৎকার একটি তথ্য হলো, শিশুরা গর্ভকালীন থাকা অবস্থায় শেষ দশ সপ্তাহে খুব সচেতনভাবে মায়ের কথা শোনা, মায়ের কাজকর্ম অনুভব করা এসব কিছু বুঝতে পারে। সে বুঝতে না পারলেও মায়ের সাথে সন্তানের বন্ধনের এভাবেই শুরু হয়।