এই শীতে আপনার শিশুঃ কি করবেন?
শীত তো আসি আসি করে চলেই এলো! এই সময়ে পরিবারের যে সদস্যটি নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে হয় সে হলো পরিবারের সবচেয়ে ছোট সদস্যটি। শিশুরা এই শীতে সবচেয়ে বেশি স্পর্শকাতর অবস্থানে থাকে। একটু এদিক সেদিক হলেই আক্রান্ত হতে পারে ঠান্ডার বিভিন্ন সমস্যা। কি করবেন বিভিন্ন ভাবে শিশুকে ঠান্ডা এবং ঠান্ডাজনিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে তা জানিয়েই আজকের হাঁটিহাঁটিপা’র আয়োজনঃ
শিশুকে বেশি গরম না লাগিয়ে কি করে ঠান্ডায় রক্ষা করবেন?
- অনেক সময় দেখা যায় শিশুদের ঠান্ডার হাত থেকে বাঁচাতে যেয়ে মা এতো কাপড় পরিয়েছে যাতে শিশু গরমে হাঁসফাঁস করে। এই অবস্থা থেকে শিশুকে রক্ষা করতে মায়ের সবচেয়ে বড় দায়িত্ব হলো শিশুকে ঠান্ডার কাপড়-চোপড় পরানোর আগে নিজে ঘরের তাপমাত্রা সম্পর্কে সঠিকভাবে বুঝে নেওয়া। নিজে এই তামপাত্রা সহনশীলতায় কতটা গরম কাপড় পরবেন তাঁর উপর ভিত্তি করে শিশুকে ঠান্ডার জামাকাপড় পরানো।
- এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একটু পর পর দেখা যাতে করে হঠাৎ শিশুর গরম লাগতে পারে এবং এটি বুঝতে বারবার শিশুর দিকে লক্ষ্য রাখা।
- এছাড়া শিশুকে সরাসরি হিটার কিংবা তাপবৃদ্ধির যেকোন সরঞ্জাম থেকে অবশ্যই নিরাপদ দূরত্বে রাখুন।
বাইরে যাওয়ার সময়ঃ
শিশুকে নিয়ে ঠান্ডায় বাইরে যাওয়ার সময় শিশুর কাপড়-চোপর এবং অন্যান্য বিষয়ে নজর দেওয়া খুব জরুরী। কারণ এই সময়েই শিশু বেশিরভাগ ঠান্ডায় আক্রান্ত হতে পারে। এই সময় যেসব বিষয়ে নজর দিতে হতে তা হলোঃ
- শিশুকে বেশ কয়েক লেয়ার শীতের কাপড় পরাতে পারেন যাতে করে যদি খুব গরম লাগে তখন তাৎক্ষনিক আবার একটা লেয়ার খুলে দিতে পারেন।
- শিশুর পা, কান এসব দিক ভালোভাবে ঢাকার দিকে বিশেষ নজর দিন। কোনভাবেই এসব স্থান খালি রাখবেন না। কারণ এসব দিকেই শিশুর ঠান্ডা বেশি লাগতে পারে।
- শিশুকে ভালোভাবে তোয়ালে দিয়ে জড়িয়ে নিন যাতে করে সবকিছুর পরেও শিশু ঠান্ডা থেকে সুরক্ষিত থাকে।