Pages Menu
TwitterRssFacebook
Categories Menu

Posted by on Mar 3, 2014 in ছোট্টমনি, জেনে রাখা ভাল |

শিশুকে দুধ খাওয়ানোর পর ঢেকুর তোলানো খুবই জরুরি

শিশুকে দুধ খাওয়ানোর পর ঢেকুর তোলানো খুবই জরুরি

প্রত্যেক বার দুধ খাওয়াবার পর শিশুর পেটের বাতাস বের করে দিতে হবে। শিশু দুধ খাবার সময় বেশ কিছুটা বাতাস গ্রহণ করে ফেলে। শুয়ে থাকা শিশু সেই বাতাস বের করতে না পারে না বলে তার  পেট বাতাসে ফোলা থাকে। তাতে তার খুবই অস্বস্তি হয়, এমনকি পেটে যন্ত্রণাও হতে পারে। আর যদি শিশু দুধ খেয়ে ঢেকুর তোলে তভে তার সঙ্গে কিছু দুধ বেরিয়ে আসে। বরঞ্চ শিশুর দুধ খাওয়ার পর কোলে বসিয়ে তার পিঠে আস্তে আস্তে চাপড় দেওয়া একটি চমৎকার প্রথা অথবা দুধ খাওয়ানোর পর শিশুকে আস্তে আসতে কাঁধে তুলে অন্তত ৫ মিনিট রেখে ধীরে সুস্থে শুইয়ে দিতে হবে। এতে শিশুর খুবই আরাম হয় এবং তার দুধ তোলার সম্ভাবনাও কম থাকে।